ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

মালিবঙ্গে মাকেটা দক্ষিণ আফ্রিকার নতুন কোচ 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৯, ৩ নভেম্বর ২০২২ | আপডেট: ১১:১০, ৩ নভেম্বর ২০২২

ক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) বর্তমান প্রধান কোচ মার্ক বাউচার। চলমান বিশ্বকাপ শেষে আর এই সাবেক তারকা ক্রিকেটারকে প্রোটিয়াদের কোচ হিসেবে দেখা যাবে না। বিশ্বকাপের পরেই সরে দাঁড়াচ্ছেন তিনি। তাই আগে থেকেই তার বিকল্প খুঁজতে নেমেছিল ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। অবশেষে চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে ম্যাচে খেলতে নামার আগেই দলটির জন্য নতুন কোচ ঘোষণা করেছে সিএসএ।

দেশটির কোচিং জগতের পরিচিত মুখকেই নতুন রূপে ফিরিয়ে এনেছে ক্রিকেট বোর্ডটি। এদিকে চলমান বিশ্বকাপে গ্রুপ পর্বের পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে থেকে সেমিফাইনালের দৌঁড়ে এগিয়ে আছে দক্ষিণ আফ্রিকা। 

বাউচারের বিদায়ের পর অন্তবর্তীকালীন কোচ হিসেবে দক্ষিণ আফ্রিকা দলের দায়িত্ব পেতে যাচ্ছেন মালিবঙ্গে মাকেটা। প্রোটিয়াদের সাথে আগেও কাজ করেছেন তিনি। ২০১৭ থেকে ২০১৯ সাল পর্যন্ত জাতীয় দলের সহকারী কোচ ছিলেন তিনি। তারপর দক্ষিণ আফ্রিকা ‘এ’ দলের প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। কাজ করেছেন ন্যাশনাল একাডেমি লিডের কোচ হিসেবেও। চলতি বছরের ইংল্যান্ড সফরেও জাতীয় দলের পরামর্শকের দায়িত্বে ছিলেন তিনি।

মাকেটা এবার জাতীয় দলে ফিরবেন প্রধান কোচ হিসেবে। তবে আপাতত তাকে স্বল্প মেয়াদেই নিয়োগ দিয়েছে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা। নভেম্বরেই বিদায় নিবেন বাউচার। আগামী ডিসেম্বর মাসে দায়িত্ব বুঝে নেবেন তিনি। জানুয়ারিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলবে দক্ষিণ আফ্রিকা। সেই সিরিজ পর্যন্ত দায়িত্ব দেওয়া হয়েছে ৪২ বছর বয়সী মালিবঙ্গে মাকেটাকে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি